bookssland.com » Short Story » Faisal Story - Md Ehsanul Haque Faisal, Md Enamul Haque, বাড়িয়ে দাও তোমার হাত, নোয়াখাইল্লা রঙ্গ (affordable ebook reader txt) 📗

Book online «Faisal Story - Md Ehsanul Haque Faisal, Md Enamul Haque, বাড়িয়ে দাও তোমার হাত, নোয়াখাইল্লা রঙ্গ (affordable ebook reader txt) 📗». Author Md Ehsanul Haque Faisal, Md Enamul Haque, বাড়িয়ে দাও তোমার হাত, নোয়াখাইল্লা রঙ্গ



1 2 3 4 5 6
Go to page:
মনে ভাবছেঃ

মেহেরঃ যাক গুন্ডাটা সবার সাথেই ভালো ব্যবহার করছে। সবার সাথেই ভালো ব্যবহার করে। শুধু আমার সাথেই শুধু গুন্ডামি।আমাকে দেখলেই মাথায় পোকা উঠে যায়।

- কিছুক্ষণ পর সবাই চলে গেলো। ওনারা ফায়াজের বাবা-মার সাথে দেখা করতে এসেছিলো। ফায়াজের বাবা-মাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে ফায়াজ ও মেহের। এয়ারপোর্টে ফায়াজের মা ফায়াজকে ইচ্ছে মতো শাসিয়ে গেলো। মেহেরের সাথে উল্টো পাল্টা আচরণ যেন না করে, ওর খেয়াল যেন রাখে। আর মেহেরকে বললো, ফায়াজ ওর সাথে খারাপ ব্যবহার করলে ফোন করে যেনো জানায়। ওদের থেকে বিদায় নিয়ে চলে গেলো।

ফায়াজ ড্রাইভ করছে মেহের পাশে বসে আছে। তবে জানালার দিকে ঘুরে বসে আছে। একমনে বাইরে তাকিয়ে আছে। জানালার গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছে ফায়াজ মিটমিট করে হাসছে। ব্যাপারটা মেহেরের কাছে মোটেও ভালো লাগছেনা। ওর এই হাসির মধ্যে কেমন একটা রহস্য লুকিয়ে আছে। মেহেরের অনেক ভয় লাগছে। এতদিন শ্বশুর শাশুড়ী ছিলো কিন্তু এখন একা। ফায়াজ মেহেরের চেহারায় আতংক দেখতে পাচ্ছে। যা ফায়াজের মনে পৈচাশিক আনন্দ দিচ্ছে। ফায়াজ মনে মনে বলছে...

ফায়াজঃ - ওয়েট বেবি, মাত্রতো গেম শুরু। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। সো বি রেডি।

- ফায়াজ গাড়ি থেকে নেমেই বাড়ির ভিতরে চলে গেলো। তারপর সব সার্ভেন্টকে ডাকতে শুরু করলো। ৫জন সার্ভেন্ট একসাথে এসে দাড়ালো। মেহের বাড়ির ভিতরে ঢুকে সবাইকে এভাবে লাইন ধরে দাড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। মেহের জিজ্ঞাসুক দৃষ্টিতে ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ মেহেরকে বললো তোমার জন্য অপেক্ষা করছি। মেহের কৌতহুল বশত জিজ্ঞেস করেই ফেললো...

মেহেরঃ সবাই এভাবে দাড়িয়ে আছে কেন??

- ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে ছোট্ট করে হাসি দিয়ে সকল সার্ভেন্টের হাতে একটা করে খাম দিয়ে বললো...

ফায়াজঃ তোমাদের দুমাসের অগ্রিম স্যালারি। দুমাস তোমাদের ছুটি।

- মেহের চোখ বড়বড় করে ফায়াজের দিকে তাকালো। ছেলেটা কি করছে কিছুই ওর মাথায় ঢুকছে না। সব হাওয়া হয়ে যাচ্ছে।

একজন সার্ভেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলো...

সার্ভেন্টঃ - কিন্তু স্যার কি উপলক্ষে??

ফায়াজঃ - সে কৈফিয়ত তোমাদের দেবো? ছুটি দিয়েছি, অগ্রিম স্যালারি দিয়েছি আর কি চাও?

- ওরা কিছু না বলে চলে গেলো। মেহের ফায়াজের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে তারপর কিছুটা সাহস সঞ্চার করে জিজ্ঞেস করলো...

মেহেরঃ - ওদের সবাইকে ছুটি দিয়ে দিলেন কেন?

- ফায়াজ মেহেরের দিকে শয়তানি হাসি দিয়ে আস্তে আস্তে মেহেরের দিকে এগিয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বললো...

ফায়াজঃ - ফাকা বাড়িতে তোমাকে খুন করে গুম করে দেবো তাই বাসা ফাকা করলাম।

- ফায়াজের কথা শুনে মেহেরের গলা শুকিয়ে গেলো। হাত-পা কাপতে শুরু করলো। ফায়াজের দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে রইলো। ফায়াজ রহস্যময় হাসি দিলো। মেহেরের ফায়াজকে ঠিক লাগছেনা। মেহের আস্তে আস্তে ফায়াজের কাছ থেকে সরে গেলো তারপর ঘুরে এক দৌড়ে উপরে গিয়ে রুমের দরজা লক করে দিলো।

ফায়াজ মেহেরের ভয়ার্ত চেহারা দেখে পৈচাশিক শান্তি পেলো। আর মেহেরের এভাবে ভয় পেয়ে চলে যাওয়া ব্যাপারটা ওকে প্রচুর বিনোদন দিলো। না চাইতেও হো হো করে হেসে দিলো। তারপর বললো...

ফায়াজঃ ভীতু ভীতুই রয়ে গেলো। যাইহোক ফায়াজ এই ভীতুর ডিমকে ভয় দেখিয়ে অনেক মজা পাবি। নাও মাই সুইট ওয়াইফ ওয়েট এন্ড সি।

- সকাল সার্ভেন্টরা চলে গেলো।

- রাতের বেলা...

- মেহের সব কিছু গোছিয়ে রুমের সামনে এলো কিন্তু ঢুকার সাহস পেলোনা। কেমন ভয় ভয় লাগছে। মেহের ভালো করেই জানে ফায়াজের মাথায় কোনো আজাইয়া কিছু ভনভন করছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা সাহস সঞ্চার করে সূরা পরে বুকে ফু দিয়ে ভিতরে ঢুকলো।

ভিতরে ঢুকে দেখলো ফায়াজ পায়ের উপর পা তুলে ছুড়ি দিয়ে টি টেবিলের উপরে কি যেনো কাটাকাটি করছে।

ফায়াজের হাতে ছুরি দেখে মেহেরের গলা শুকিয়ে গেলো। আর ভাবছে, ওনার হাতে ছুরি কেন? ওনি কি সত্যি সত্যিই আমাকে মারবে? ফায়াজের কথায় মেহেরের ঘোর ভাংলো।

ফায়াজঃ - এইতো তুমি এসে পড়েছো, এদিকে এসো।

- মেহের বাধ্য মেয়ের মতো সামনে গিয়ে দাড়ালো। তারপর মাথা নিচু করে দাড়িয়ে ওড়নায় আংগুল দিয়ে পেচ্ছাচে।

ফায়াজঃ - তুমি জানো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি? শুধু আমিই না আমার এই ছুরিটাও তোমার জন্য অপেক্ষা করছে।

- মেহের ভয়ে ভয়ে ফায়াজের দিকে তাকিয়ে। ওকে দেখেই বুঝা যাচ্ছে ড্রিংক করেছে কিন্তু অল্প। সম্পুর্ণ হুশে আছে।

ফায়াজ উঠে দাড়িয়ে মেহেরের গলায় ছুরিটা রাখলো। মেহের শক্ত হয়ে দাড়িয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো টু শব্দ বের হচ্ছেনা। মনে হচ্ছে শ্বাস নিতেও ভুলে যাচ্ছে। ফায়াজ মেহেরের গলার চারদিকে ছুরি দিয়ে স্লাইড করছে।তারপর বললো...

মেচেঞ্জার আইডি থেকে নক দিচি, দেখ।

ফায়াজঃ - খুব ভুল করে ফেলেছো মেহের। খুব বড় ভুল। আমাকে ধোকা দিয়েছো। আমার সাথে প্রতারণা করে কেউ পার পায়নি আর তুমি তো পুটিমাছ। তুমি পার পাবে না। এই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে সুইটহার্ট।

- মেহের কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে বের হচ্ছেনা।

ফায়াজ ছুরিটা গলা থেকে তুলে গালে নিয়ে গেলো। তারপর গালে স্লাইড করতে লাগলো। মেহের নড়াচড়া করছেনা।মনে হচ্ছে জমে আছে। কিছুক্ষন পর পর ঢুক গিলছে। ফায়াজ ছুরিটা গালে স্লাইড করতে করতে বললো...

ফায়াজঃ - তুমি একদিন কেন শাস্তি পাবে?? তোমাকে ভালোবাসার অপরাধে আমি এতদিন কষ্ট পেয়েছি। আর আমাকে ঠকানোর জন্য আজীবন তোমাকে কষ্ট পেতে হবে। আজীবন। তোমাকে আমি বিয়ে করেছি ঠিকি কিন্তু তুমি আমার বউ নও।

তুমি, তুমি, হুম পেয়েছি। তুমি আমার গোলাম, দাসী আর রক্ষিতা। বিয়ে করা রক্ষিতা।আমার স্ত্রীর সম্মান পাওয়ার কোনো যোগ্যতা তোমার নেই।

- মেহেরের চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু কোনো শব্দ করছেনা। ওর এখন ইচ্ছে করছে ফায়াজের হাত থেকে ছুরিটা নিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলতে। ফায়াজ মেহেরকে কাদতে দেখে বললো...

ফায়াজঃ - নো নো বেবি, এখন নয়। আমার কথা শেষ করতে দেও তারপর যত ইচ্ছে হয় কেদো। কাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব তুমি বানাবে। এই বাড়ির সব কাজ তুমি করবে। আর আমার ঘুম ভাংগার আগে তোমার ঘুম না ভাংগে তবে তোমার কপালে খুব দুঃখ আছে। নাও গেট লস্ট। আমার সামনে থেকে যাও।

- মেহেরের গলা থেকে ছুরি সরিয়ে নিলো। মেহের হাফ ছেড়ে বাচলো। যেন ধু ধু মরুভূমিতে একটু পানির সন্ধান পেয়েছে। ফায়াজ বারান্দায় দাঁড়িয়ে ভাবছে তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি আমি তোমাকে তিলে তিলে দেবো।তোমাকে জ্বালিয়ে পুরিয়ে শেষ করে দেবো। আমার ভিতরে যে আগুন তুমি জ্বালিয়েছো তাতে তো আমি একা পুরবো না। তোমাকেও পুরতে হবে।

ফায়াজের প্রচুর পরিমাণে সিগারেটের তৃষ্ণা পেয়েছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলো, তারপর চিৎকার করছে...

ফায়াজঃ - মেহের মেহের...

- মেহের ফায়াজের চিৎকার শুনে লাফিয়ে উঠলো। মাঝারাতে আবার কি ভুত মাথায় ভর করেছে তা ভাবতেই কলিজা কেপে উঠছে।

 

 

 

 

পর্ব-৫

 

- মেহের দৌড়ে বারান্দায় যায়। ফায়াজ মুখে সিগারেট গুজে দাঁড়িয়ে আছে। মেহের ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো...

মেহেরঃ - ডাকছিলেন কেন??

- ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বললো...

ফায়াজঃ - নিশ্চয়ই গল্প করার জন্য নয়। লাইটার নিয়ে এসো। সিগারেট খাবো।

- মেহের লাইটার এনে হাতে দিয়ে ঘুরে চলে যাবে তখনই ফায়াজ ওর হাত চেপে ধরে।

ফায়াজঃ - তোমাকে যেতে বলেছি? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো।

- মেহের বুঝতেছে না এখানে তার কি কাজ। ও কি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে?? কিছু করার নেই। তাই চুপচাপ দাড়িয়ে আছে।

ফায়াজ আকাশের দিকে তাকিয়ে সিগারেট ধরালো। আয়েশ করে সিগারেট টানছে। মেহেরের খুব অস্বস্তি হচ্ছে। শুধু অস্বস্তিই না সিগারেটের গন্ধটা নাকে বিশ্রীভাবে আসছে। মেহের ভাবছে ফায়াজ ভালো করেই জানে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারিনা। আর এটা জানার পর ওনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তবে এখন এখানে কেন দাড় করিয়ে রেখেছে? আমাকে ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য?? ফায়াজ মেহেরের দিকে ঘুরে বললো...

ফায়জাঃ -ঠিক ধরেছো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য।

- মেহের চমকে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ কিভাবে শুনলো আমার কথা আমি তো মনে মনে বলছিলাম।

ফায়াজ মেহেরের কোমড় পেচিয়ে নিজের সাথে মিশিয়ে নিলো। ফায়াজের আচমকা এহেন কাজে মেহের কিছুটা ভয় পেয়ে গেলো। ফায়াজ এক হাতে মেহেরকে জড়িয়ে ধরে অন্য হাতে সিগারেট হাতে নিয়ে মেহেরের মুখ বরাবর সব ধোঁয়া ছেড়ে দিলো। মেহেরের নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকে গেলো। মেহের দুহাতে নাক মুখ চেপে ধরে কাশতে শুরু করলো। ধোঁয়া গুলো নাক আর মুখের ভিতর দিয়ে মনে হচ্ছে পেটের ভিতরে প্রবেশ করেছে আর পেটের ভিতরে সব ধোঁয়া এক সাথে বিদ্রোহ করছে। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বাকা হাসি দিচ্ছে।

মেহের নাক মুখ চাপা অবস্থায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মেহের কিছুটা জোরে ধাক্কা দিতেই ফায়াজ একটু সরে গেলো। তারপর মেহের আবার কাশতে শুরু করলো। কাশতে কাশতে বললো...

মেহেরঃ - আমার সাথে কেন এমন করছেন?? আপনি খুব ভালো করেই জানেন সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয়না।খুব কষ্ট হয়। তবুও কেন?? আপনিতো আমাকে কথা দিয়েছিলেন আপনি আর সিগারেট খাবেন না?

- কথাটি বলার পরই মেহেরের হুশ হলো। ও ভয়ে ভয়ে ফায়াজের দিকে তাকিয়ে দেখে ফায়াজের চোখমুখ রক্তবর্ন ধারণ করেছে। বুঝতে পারছে ফায়াজ প্রচন্ড রেগে গেছে।

ফায়াজ মেহেরকে টেনে দুবাহু চেপে ধরে বললো...

ফায়াজঃ - আমি কি কথা দিয়েছি সেটা মনে আছে কিন্তু তুই আমাকে কি কথা দিয়েছিলি সেটা ভুলে গেছিস? তুই কি কথা রেখেছিলি??

- মেহের কিছু বলতে যাবে তখনই মেহেরের বমি চলে এলো। মেহের দৌড়ে ওয়াশরুমে চলে গেলো। তারপর বমি করে চোখ মুখে পানি দিয়ে শুয়ে পরলো। শরীর অনেক দূর্বল লাগছে তাই আর ফায়াজের কথার জবাব দিতে পারলো না।

মাঝরাতে ঘুম ভেঙে গেলো মেহেরের। বেডের একপাশে চুপটি করে ঘুমিয়ে ছিলো। ফায়াজের দিকে ঘুরে দেখে ফাজায় বাচ্চাদের মতো করে হাতপা গুটিয়ে ঘুমাচ্ছে। চুলগুলো চোখের উপর পরে চোখগুলো ঢেকে রেখেছে। মেহেরের খুব ইচ্ছে হচ্ছে ফায়াজকে ছুয়ে দিতে। কিন্তু আবার ভয় ও করছে যদি ফায়াজ জেগে যায়। তাহলে কি রিয়েক্ট করবে। আর মেহের অস্বস্তিতেও পড়ে যাবে। পরক্ষণেই চট করে মাথায় বুদ্ধি এলো।

মেহের তুই ঘুমের ভান ধরে হাত রাখ। যেই ভাবা সেই কাজ। মেহের চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে ফায়াজের উপর হাত রাখলো। প্রায় ৫মিনিট কেটে যাওয়ার পর ফায়াজের নড়াচড়া না দেখে স্বস্তির নিশ্বাস নিল মেহের। যাক ঘুমিয়েই আছে। কিন্তু আচমকা ফায়াজ মেহেরের হাতে চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমের মধ্যে বিরবির করে বলে, ভালোবাসি।

ফায়াজের এই ছোট্ট কথাটির মধ্যে মেহের এক রাশ অভিমান খুজে পেলো। তবুও মনের ভেতরে অন্য রকম ভালো লাগা খুজে পেলো।

- জানি ফায়াজ, আজো তুমি আমায় ভালোবাসো। আমার প্রতি তোমার মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে তা তোমার হৃদয়ের সমস্ত জায়গায় এমন ভাবে বিচরণ করেছে যে ঘৃণার আবরণে ভালোবাসাটা ঢেকে গেছে। আমি তোমাকে ঠকাতে চাইনি ফায়াজ বিশ্বাস করো। আমি খুব করে তোমার হতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের চাওয়াটাই অন্য রকম ছিলো। তোমাকে এসব বলেও লাভ নেই। তুমি বিশ্বাস করবে না।

সকালে গরম কিছুর আদো আদো স্পর্শে মেহেরের ঘুম ভেঙে গেলো। গরম কিছু সারা মুখে পড়ছে যা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এ এক অন্যরকম অনুভূতি। মেহের এই আবেশ ছেড়ে চোখ মেলতেই চাইছেনা। চোখ মেলে চেয়ে যা দেখলো তাতে মেহেরের চোখ চড়কগাছ। ও ফায়াজের বুকে শুয়ে আছে। ফায়াজ দু'হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর ওর নিশ্বাস মেহেরের মুখে পড়ছে।

মেহেরের এই আবেশে থাকার শখ পালিয়ে গেল যখন দেখলো সকাল হয়ে গেছে আর ফায়াজের জন্য নাস্তা রেডি করতে হবে ভেবে। মেহের খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে নিলো।

ফায়াজের অফিসে যাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে চলে গেলো। কিন্তু বাধলো এক বিপত্তি। মেহের চা- কফি আর স্যুপ, নুডুলস ছাড়া কিছুই বানাতে পারেনা। এর আগে কখনো রান্না করেনি। শখের বশে চা কফি বানিয়ে খেতো।

মেহের কিছু না ভেবে কফি আর নুডুলস বানিয়ে ফেললো। সাথে ফ্রুটস দিয়ে জুস বানিয়ে নিল। কফি নিয়ে রুমে যেতেই দেখে ফায়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়েছে। ডেসিন টেবিলে দাঁড়িয়ে টাই লাগাচ্ছে।

মেহের কফি বেড সাইট টেবিলে রেখে চলে যাচ্ছিলো। ফায়াজ ওকে ডেকে বেডে গিয়ে বসে কফি হাতে নিলো। তারপর বললো...

ফায়াজঃ - জানো তো সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু মেয়েদের নয়।

- তারপর কফির দিকে চেয়ে বললো...

ফায়াজঃ - বিষ টিস মিশাও নি তো? আমাকে মেরে ফেলার জন্য?

- মেহের মোটেও ফায়াজের এমন কথা শুনার জন্য প্রস্তুত ছিলো না। কি বলবে খুজে পাচ্ছেনা। নিজেকে কি ডিফেন্স করবে না চুপ করে ওর কথা শুনা উচিত। মেহেরের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে বললো...

ফায়াজঃ --তুমি এক চুমুক খাও। তাহলেই প্রমাণ হয়ে যাবে।

- মেহের ফায়াজের কথা শুনে থ.... হয়ে গেল। ফায়াজ ধমক দিয়ে বললো....

ফায়াজঃ - কানে কম শোন নাকি? তাড়াতাড়ি খাও। আমার অফিসে যেতে হবে।

- মেহের তাড়াতাড়ি কফিটা নিয়ে এক চুমুক খেয়ে বললো...

মেহেরঃ - আপনার জন্য আরেক কাপ কফি নিয়ে আসবো?

ফায়াজঃ - অন্য কাপে খাওয়ার ইচ্ছে থাকলে এইটা তোমাকে দিয়ে ট্রাই করালাম কেন?? বোকা মেয়ে এতটুকুও কমন সেন্স নেই। আমি এটাই খাবো।

- মেহের চোখ বড়বড় করে বললো...

মেহেরঃ - আপনি আমার খাওয়াটা খাবেন?

- ফায়াজ ধমক দিয়ে বললো...

ফায়াজঃ - তোমার কোনো সমস্যা??

মেহেরঃ - জ্বি না।

ফায়াজঃ - তাহলে দাড়িয়ে আছ কেন? যাও নিজের কাজে যাও।

- মেহের দৌড়ে চলে গেলো। নখ কামড়াতে কামড়াতে ভাবছে ফায়াজ ওর খাওয়া কফি খাচ্ছে। অপরদিকে ফায়াজ তৃপ্তি নিয়ে কফিতে চুমুক দিচ্ছে আর বলছে...

ফায়াজঃ - কত স্বপ্ন ছিলো প্রতিদিন তোমার হাতের কফি দিয়ে দিনটা শুরু করবো। আর কফিতে প্রথম চুমুক হবে তোমার। সেই স্বপ্নগুলো আমি পূরন করবো হোকনা সেটা ভালোবাসার বদলে ঘৃণার।

- নাস্তার টেবিলে বসে ফায়াজ ব্রেকফাস্ট দেখছে। নুডুলস, ব্রেড বাটার, ফলের জুস আর কিছু কাটা ফ্রুটস।

ফায়াজঃ - এত ব্রেকফাস্ট?? এত ব্রেকফাস্ট তো আমি জীবনেও দেখিনি।

- মেহের বুঝতে পারছে ফায়াজ ব্যগ্র করে কথাগুলো বলছে। মনে মনে বলছে...

মেহেরঃ - সবাইকে বিদেয় করে আবার ভালো ভালো ব্রেকফাস্ট খোজা হচ্ছে? আমি কি কাজের মেয়ে না কুকার যে এই অল্প সময়ের মধ্যে হাজার হাজার নাস্তা সাজাবো?? না আমি জাদুকর যে জাদু করে পুরো টেবিল নাস্তা দিয়ে ভরে ফেলবো। ফায়াজের কথায় আবারো ঘোর ভাংলো।

ফায়াজঃ - হয়েছে মনে মনে আর গালাগাল করতে হবে না। একে তো এই নাস্তা তার উপর গালাগাল দিচ্ছো? এইগুলো সব অল্প অল্প করে খেয়ে দেও।

- মেহের অগত্যা ফায়াজের সব খাবারে একটা করে বাইট করে দিলো। তারপর ফায়াজ সেগুলো নির্বিঘ্নে খাচ্ছে। মেহের বুঝে না যাকে এত ঘৃণা করে তার এটো খাবার কি করে খেতে পারে। ফায়াজ অফিসে যাবে বললেও অফিসে গেলো না। মেহেরকে সকাল সকাল খাটানোর ধান্দা

1 2 3 4 5 6
Go to page:

Free e-book «Faisal Story - Md Ehsanul Haque Faisal, Md Enamul Haque, বাড়িয়ে দাও তোমার হাত, নোয়াখাইল্লা রঙ্গ (affordable ebook reader txt) 📗» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment